সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার -১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার -১


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ মোরছালিন(২০) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।


শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশ( ডিবি) পুলিশের ইন্সপেক্টর হাবিব।



এর আগে শুক্রবার রাতে সোনাপুরা শাকিনস্তর আহম্মদ নগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসার ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাজাঁসহ তাকে গ্রেপ্তার করা হয় । 


গ্রেপ্তারকৃত মোরছালিন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানা রোদুনাথপুর এলাকার মাহবুবের ছেলে, বর্তমানে সোনারগাঁ উপজেলায় বসবাস করে সে।


ডিবি ইন্সপেক্টর হাবিব জানান, ঈদ উল ফিতর উপলক্ষে জেলা শান্তি রক্ষার্থে জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অপরাধীদের ধরার জন্য নিয়মিত অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে সোনাপুরা শাকিনস্তর আহম্মদ নগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসা ভিতর থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাজাঁ সহ মোরছালিন কে গ্রেপ্তার করা হয়।


তিনি আরও জানান, এলাকাবাসীর মাধ্যমে জানা যায় ঈদ উপলক্ষে বিপুল পরিমাণ মাদক মজুদ করে খুচরা বিক্রি করার লক্ষ্যে তিনি পরিত্যক্ত মাদ্রাসায় রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক তাকে গ্রেপ্তার করে। পরে শনিবার মাদক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭