নিজস্ব প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বুধবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান,অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন