রূপগঞ্জে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক আটক, পুলিশের দাবি ‘সন্ত্রাসী’ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ৮ মার্চ, ২০২৫

রূপগঞ্জে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ ২ যুবক আটক, পুলিশের দাবি ‘সন্ত্রাসী’


নিজস্ব প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জ রূপগঞ্জে ২টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের দাবি আটককৃতরা ‘সন্ত্রাসী’। 


শনিবার (৮ মার্চ) বিকালে উপজেলার টংগীরঘাট (মাহমুদাবাদ) মুড়াপাড়া থেকে তাদের আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।


আটককৃতরা হলো উপজেলার ব্রামনগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২০) ও একই এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. হামিম (২৪)।


এক বার্তায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী জানান, শনিবার বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জেলার ‘সি’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম রূপগঞ্জ থানাধীর টংগীরঘাট(মাহমুদাবাদ) মুড়াপাড়া থেকে ম্যাগজিন ২ টি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আমির হামজা ও মো. হামিম নামে ২ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন।


তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭