আড়াইহাজারে ২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচাকে এলাকাবাসীর গণপিটুনি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

আড়াইহাজারে ২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচাকে এলাকাবাসীর গণপিটুনি


আড়াই হাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী ভুইয়া বাড়ী এলাকায় 

দোকান থেকে মজা খায়োনোর প্রলোভন দেখিয়ে মুদি দোকানে ডেকে নিয়ে আপন চাচাতো ভাইয়ের মেয়ে (২) কে ধর্ষণ করার 

অভিযোগে ধর্ষককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত এলাকাবাসি। 


এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা 

হয়েছে। 


ঘটনার বিবরণে জানা যায় যে, শিশুটির পিতার চাচাতো ভাই রেজাউল করিম (৬০) তার বাড়ীতে একটি মুদি মনোহরীর দোকান চালায়। ঘটনার সময় নির্জন দোকানঘরটির পিছনের কক্ষে শিশুটিকে মজা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করে। 


ঘটনার পর শিশুটি বাড়ীতে চলে গিয়ে কান্নাকাটি করলে পরিবারের লোকজন তার পরনের হাফপেন্ট ভিজা দেখে সন্দেহ বশত তার পরিবারের লোকজন তার হাফপেন্ট তল্লাশি করে। তার হাফপেন্টে বীর্যের অস্তিত্ব দেখতে পেয়ে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


এ ঘটনা আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন ও থানার ওসি এনায়েত হোসেন শুনে তাৎক্ষণিক শিশুটিকে দেখতে হাসপাতালে যান ও শিশুটির খোঁজ খবর নেন সেই সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নির্দেশ প্রদান করেন। 


কর্তব্যরত চিকিৎসক ডাঃ নূর ই আজমির ঝিলিক শিশুটির মধ্যে ধর্ষণের আলামত রয়েছে বলে জানিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । 


এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসি তাৎক্ষণিক ভাবে ধর্ষক রেজাউল করিমকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় এলাকাবাসি ধর্ষকের শাস্তি মৃত্যু দন্ডের দাবীতে বিক্ষোভ মিছিল করে। থানার এস আই আসাদুজ্জামান, স্থানীয় জনতাকে ধর্ষকের সবোর্চ্চ শাস্তির আশ্বাস দিয়ে এলাকাবাসিকে শান্ত করে অভিযুক্তকে থানায় নিয়ে আসেন।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এনায়েত হোসেন জানান, এ ব্যাপারে 

ধর্ষিতার বাবা ইব্রাহিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭