এবার ২০ বছরের যুবককে ডেকে নিয়ে বলাৎকার, থানায় মামলা - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১২ মার্চ, ২০২৫

এবার ২০ বছরের যুবককে ডেকে নিয়ে বলাৎকার, থানায় মামলা


নিজস্ব প্রতিনিধিঃ-
রাস্তা থেকে ডেকে নিয়ে ২০ বছরের এক যুবককে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। 

বলাৎকারের শিকার ওই যুবকের মা বাদী হয়ে সোমবার (১০ মার্চ) রাতে বন্দর থানায় মামলা করেছেন।


গত (৮ ফেব্রুয়ারী) শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ পল্লী বিদ্যুৎ রোড এলাকায় এ ঘটনা ঘটে।


মামলার আর্জিতে বাদী উল্লেখ করেন, তার ছেলে সহজ-সরল প্রকৃতির। গত শনিবার রাতে তার ছেলে বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় প্রতিবেশী সাঈদ নামের এক ব্যক্তি জরুরি কথা আছে বলে তাকে ডেকে বাসায় নিয়ে ধর্ষণ করেন।


বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী যুবক বিষয়টি পরিবারকে জানালে বন্দর থানায় মামলা দায়ের করা হয়।


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,  এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক সাঈদকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭