সিদ্ধিরগঞ্জে রোহিঙ্গা সংগঠনের গোপন বৈঠক, কমান্ডারসহ গ্রেপ্তার- ১০ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

সিদ্ধিরগঞ্জে রোহিঙ্গা সংগঠনের গোপন বৈঠক, কমান্ডারসহ গ্রেপ্তার- ১০


নিজস্ব সংবাদদাতা //
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (অজঝঅ)-এর সদস্যসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। অভিযানে তাদের কাছ থেকে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়েছে। সন্ত্রাস বিরোধী ও অবৈধ প্রবেশ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার ( ১৮ মার্চ ) ভোরে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় র‍্যাব-১১। পরে আসামিদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃতরা এর আগে নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭) ও তার স্ত্রী আসমাউল হোসনা (২৩), মোঃ হাসান (১৫) এবং ময়মনসিংহের মনিরুজ্জামান (২৪)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭