বিশেষ প্রতিবেদকঃ-বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগে আল ফাহাদ ট্রেডলাইন্স নামক একটি তৈরি পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
কারখানার স্টোরকিপার আঃ হান্নান জানান, (১২ মার্চ) বুধবার ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটে কারখানার পিছনের দরজা দিয়ে ঢুকে ১০-১২ জনের মুখোশপড়া ডাকাতদল অস্ত্রের মুখে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত পা বেধে ফেলে সিসি ক্যামেরার মনিটর ও মেশিনারিজ খুলে নিজেদের আওতায় নিয়ে নেয়।
পরে অফিস কক্ষগুলোতে ঢুকে ভল্ট, লকার ও টেবিলের ড্রয়ার ভেঙ্গে নগদ ১৩ লক্ষ ২০ হাজার টাকা, ৩টি কম্পিউটার, ১টি সিসিটিভির মনিটর ও স্টোরেজ মেশিন, ১টি জেনারেটর, ৬টি মোবাইল ফোন ও ৪ লক্ষ টাকা মূল্যের ১টি গরু সহ মোট ২২ লক্ষ টাকার মালামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। খবর পেয়ে সকালে অন্যান্য স্টাফরা কারখানায় এসে অফিস কক্ষগুলোর দরজার লক ভাঙ্গা ও অফিসের মালামাল ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি মালিকপক্ষকে অবহিত করেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম, বন্দর থানাধীন ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুজাহিদ ইসলাম ও উপ-পরিদর্শক মাহমুদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। উল্লেখ্য, গত বছরের ৩ জুলাই একই কায়দায় ডাকাতদল অত্র প্রতিষ্ঠান থেকে ২০ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানান অত্র আল ফাহাদ ট্রেডলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন