মনোহরদীতে এডহক কমিটির সভাপতি মনোনয়নে সুপারের জালিয়াতির অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

মনোহরদীতে এডহক কমিটির সভাপতি মনোনয়নে সুপারের জালিয়াতির অভিযোগ


নিজস্ব প্রতিবেদকঃ
-নরসিংদীর মনোহরদীতে পঞ্চাশকুর মাদ্রাসার সুপার মাওঃ হাদিউল ইসলাম এর বিরুদ্ধে অবৈধভাবে গোপন মিটিংয়ের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী মাসুদুর রহমানকে ১ নং সভাপতি প্রার্থী দেখিয়ে উপস্থিতির স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী জানান,গত ৯ মার্চ মাদ্রাসার সুপার হাদিউল ইসলাম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হওয়ার জন্য দরখাস্ত আহ্বান করেন। উক্ত নোটিশ অনুযায়ী আমরা দরখাস্ত  করি।কিন্তু গত ১০ এপ্রিল আমরা পাঁচজনকে না জানিয়ে সভাপতি গঠনের জন্য ৪ জনকে নিয়ে আমাদের পাঁচ জনকে অনুপস্থিত দেখিয়ে মিটিং করেন এবং সহ-সুপার ওবায়দুল্লাহ তার ফুফাতো ভাই মাসুদুর রহমানকে সভাপতি  মনোনয়ন নেওয়ার অপতৎপরতায় নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর অপর তিনজন প্রার্থীর আবেদন জমা দেখায়।এই তিন জনের মধ্যে সভায় ২ জন উপস্থিত ছিলেন। উল্লেখ মাসুদুর রহমান মাদ্রাসার সাবেক সভাপতি ও সহ-সুপারের আপন ফুফাতো ভাই। এ ছাড়াও তিনি আওয়ামীলীগের দোসর হিসেবে পরিচিত এবং আওয়ামীলীগের আমলে উপজেলা নির্বাচনে আওয়ামীদের সহচর হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।বিগত সরকারের পতনের পর ৬ আগষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে তিনি অবৈধ ভাবে তার ফুফাতো ভাইকে সহ-সুপার পদে নিয়োগ দেন বলে অভিযোগ করেন তিনি। 

এ সময় অভিযোগকারী আরো জানান, বিষয়টি খতিয়ে দেখে সুষ্ঠু ভাবে আইনানুসারে কমিটি গঠনে সকল প্রার্থীর পক্ষে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করতে বাধ্য হয়েছি এবং তিনি বিষয়টি দেখবেন বলে আমরা আশাবাদী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭