আড়াইহাজারে প্রতিবেশীকে অপহরণের ঘটনায় আদম ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

আড়াইহাজারে প্রতিবেশীকে অপহরণের ঘটনায় আদম ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ


আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দি ইউনিয়নের ছোট ফাউসা গ্রামের আদম ব্যবসায়ী কামালের বিরুদ্ধে প্রতিবেশীকে অপহরণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

গত ৬ এপ্রিল অপহৃত তোফাজ্জল হোসেনের স্ত্রী নাসিমা আক্তার বাদী হয়ে থানায় অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ৮ মাস পূর্বে একেই গ্ৰামের তোফাজ্জল হোসেনের ছেলে শাকিলকে অ্যামেরিকা নেওয়ার কথা বলে প্রতিবেশী আদম ব্যবসায়ী কামাল হোসেন ১০ লক্ষ টাকা ও তার পাসপোর্ট নিয়ে যান। টাকা দেওয়ার পর ৮ মাস অতিবাহিত হলেও শাকিলকে আর আমেরিকায় নিতে না পারায় শাকিলের বাবা কামালের কাছে তার টাকা ও ছেলের পাসপোর্ট ফেরত চান। পরে কামাল তাদের টাকা  ও পাসপোর্ট দেই দিচ্ছি বলে তালবাহানা শুরু করে এবং বলে তাদের টাকা এবং পাসপোর্ট ঢাকায় একজন লোকের কাছে দেওয়া আছে। গত ৫ এপ্রিল সকাল ৬ ঘটিকায় হঠাৎ কামাল তোফাজ্জলের বাড়িতে এসে তাকে জানায় যে টাকা এবং পাসপোর্ট আনতে তার সাথে ঢাকায় যেতে হবে। কামালের কথা মত তোফাজ্জল তার সাথে ঢাকায় যান ওইদিনই সন্ধ্যায় কামাল বাড়িতে ফিরে আসলেও তোফাজ্জল ফিরে আসেনি। কামাল কে তার ফিরে না আসার কারণ জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দিতে না পারায় এলাকাবাসী তাকে তার বাড়িতে রেখে বাহির দিয়ে বাউন্ডারি গেটে তালা মেরে রাখেন। তবে রাতের বেলায় কামাল কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান। তাই তোফাজ্জলের পরিবারের লোকজন ও এলাকাবাসীর ধারণা তাদের টাকা আত্মসাৎ করার জন্যই কামাল কৌশলে তোফাজ্জল হোসেনকে কোথাও গোপনে আটক করে রেখেছে। তাদের পরিবারে এখন শোকের মাতম চলছে। 

এ ব্যাপারে ঘটনার তদন্তকারী কর্মকর্তা সফিউল জানান, অভিযোগের ভিত্তিতে তাকে খুঁজে বের করার কার্যক্রম চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭