বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম


বন্দর প্রতিনিধিঃ-
১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ান পদুঘর দক্ষিণ কুলচরিত্র এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে একই এলাকা সন্ত্রাসী সুবল গং। 

মুছাপুর ইউনিয়নের সামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মনির হোসেনের ছেলে সাকিব হোসেন (১৬) এর বাম হাতের ৩ টি আঙ্গুল ঝুলে গেছে। বর্তমানে সাকিব ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সাইদুল ইসলাম শাওন বাড়িতেই আছেন। 

পরিবার থেকে জানানো হয়, সাকিবকে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হয়েছিল তার অবস্থা আশঙ্কা জনক দেখে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন, ওখান থেকে আবার তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন তার বাম হাতের আঙ্গুর গুলো মনে হচ্ছে আর রাখা যাবে না। চলতি এসএসসি পরীক্ষায় মাত্র তিনটি পরীক্ষা দিয়েছে, এখন বাকি পরীক্ষা গুলো মনে হয় আর দেওয়া হবে না। আমার ছেলেটা চিরতরের জন্য শেষ হয়ে গেল। আমি এর সুষ্ঠ বিচার চাই। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পুকুরের পানি নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। লেবাররা পুকুর থেকে পানি এনে কাজ করছিল এতে এক পক্ষ অপরপক্ষকে বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটির সময় সাইদুল ইসলাম শাওন ও তার চাচাতো ভাই সাকিব ঘটনাস্থলে হাজির হলে তাদের সাথেও কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দিল মোহাম্মদ মিয়ার ছেলে বাদশা তার হাতে থাকা লোহার বেলচা দিয়ে সাইদুল ইসলাম শাওনকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে সাকিব তাকে তুলতে গেলে অনিক বগিটি এনে বাদশার ভাই সুবলের হাতে দিলে সে বগি দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে সাকিব তার বাম হাত দিয়ে প্রতিহত করতে গেলে তাহার বাম হাতের তিনটি আঙ্গুল কেটে ঝুলে যায়। এবং বগির আঘাতে সাইদুলের পিঠে আঘাত লেগে তার পিঠ কেটে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে বন্দর থানা পুলিশ উপস্থিত হয়ে অনিককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭