মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১০০০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে চেক পোস্ট চলাকালীন সময়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকার মৃত রহমানের মেয়ে সীমা আক্তার (৩০)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান চেকপোস্টের তল্লাশি কালে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন