নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশ পিস্তল ও ম্যাগাজিনসহ বায়েজিদ (১৪) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।
আটকৃত কিশোর বায়েজিদ কিশোরগঞ্জের করিমগঞ্জের মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে এবং বর্তমানে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, গতরাতে উপজেলার কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে বায়েজিদ নামে এক কিশোরকে তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় একটি রিভলবার ও পকেট থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।এসময় তার সাথে থাকা মোস্তাকিনসহ কয়েকজন পালিয়ে যায়।
ধৃত বায়েজিদ (১৪) কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, উক্ত অস্ত্রটি ২নং পলাতক আসামি মোস্তাকিন তাকে দিয়েছে। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু বায়েজিদ ও তার সহযোগী পলাতক আসামি মোস্তাকিন এর জ্ঞাতসারে অবৈধ আগ্নেয়াস্ত্র হেফাজতে রেখে ১৮৭৮ সনের অস্ত্র আইনের 19-A ধারার অপরাধ করেছে বলে তাদের নামে রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে ।
পরে রোববার দুপুরে আটকৃত বায়েজিদকে অস্ত্র আইনে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন