সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ আটক-১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ আটক-১


সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 


গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ি রিফাত হোসেন (১৯) বরিশালের কাজিরহাট থানাধীন ছৈলা গ্রামের সুমন হোসেনের ছেলে, সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকায় খলিলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া। এই ঘটনায় পলাতক রয়েছে তার পিতা সুমন হোসেন। 


মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি উত্তরপাড়া এলাকার খলিলুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রিফাত হোসেনকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এসময় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, রিফাত ও তার বাবা সুমন (৩৯), ভাড়া বাড়িতে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছিল।

এ ঘটনায় রিফাতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার বাবা সুমনকে পলাতক দেখানো হয়েছে। গ্রেফতারকৃত রিফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭