নিউজ ডেক্সঃ-নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে তিনি কারাগার থেকে মুক্তি পান। তার পরিবার সূত্রে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতার ঘটনায় দায়ের করা তিনটি মামলার আসামি ছিলেন তিনি।
যাত্রাবাড়ী, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানায় তার বিরুদ্ধে মামলাগুলো করা হয়। উচ্চ আদালত থেকে তিনি তিন মামলাই জামিন পান।
এর আগে, গত ৫ মার্চ বন্দরের কুড়িপাড়া এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই তিন মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়। সেই মামলায় তাকে দুই দফায় রিমান্ডে নেওয়া হয়ে ছিলো বলে জানা যায়।
উল্লেখ এর আগে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে এমপি প্রার্থীতার জানান দেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন