মাদক, সন্ত্রাসসহ সামাজিক অপরাধ দমনে আলোচনা ও ঈদ পুনর্মিলনী - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

মাদক, সন্ত্রাসসহ সামাজিক অপরাধ দমনে আলোচনা ও ঈদ পুনর্মিলনী


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক,চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং প্রতিরোধে "মোগড়াপাড়া শান্তি শৃঙ্খলা যুব ঐক্য সংঘ" নামের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বাদ জোহর“নিজেদের নিরাপত্তা নিজেরা গড়ি, অপরাধ রোধ করি”এই স্লোগানকে সামনে রেখে সোনারগাঁ উপজেলাধীন মোগড়াপাড়া ইউনিয়নের বড় সাদিপুর দলাল বাগ ( লিচু বাগান) এ, এই ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় আইকন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শেখ জাহিদুল আলম রাহিমের সঞ্চালনায় সভায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বড় সাদীপুর ঈদগাঁহ কমিটির সাধারণ সম্পাদক এমএ মহিন মিয়া।

অনুষ্ঠানে স্থানীয় যুবক সমাজের বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ বর্তমান সমাজের অবক্ষয়,অবক্ষয়ের কারণ, প্রতিকার এবং ইসলামের ধর্মীয় রীতি-নীতিতে কিভাবে সমস্যার সমাধান করা যায় এ সকল বিষয় তুলে ধরেন ।

যারা মাদক ব্যবসা, মাদক সেবন, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাং সহ সামাজিক অবক্ষয়ের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাদের যারা প্রশ্রয় দেয় তাদেরও ছাড় দেয়া হবে না। 

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে কঠোর অবস্থানে আছি। যারা মাদক বিক্রি করে তারা সমাজ ও দেশের শত্রু। তাদের এই সমাজে থাকার কোন অধিকার নেই।  মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। মাদক সন্ত্রাস সহ কাউকে সামাজিক অবক্ষয়ের সাথে যারা জড়িত আছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। কাজেই যারা এসকল অপরাধের সাথে জড়িত আছেন তারা সময় থাকতে ভাল হয়ে যান। 

আগামীতে "মোগড়াপাড়া শান্তি শৃঙ্খলা যুব ঐক্য সংঘ" মোগড়াপাড়া ইউনিয়নের প্রতিটি গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসা যুব সমাজ ও প্রবীণদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কঠোর থেকে কঠোরতর হয়ে মাদক সেবন, মাদক ব্যবসা, সন্ত্রাস, ইভটিজিং, চাঁদাবাজি, কিশোর গ্যাং সহ সামাজিক অবক্ষয়ের সাথে জড়িতেদর প্রতিহত করা হবে।

"মোগড়াপাড়া শান্তি শৃংখলা যুব ঐক্য সংঘ'' থেকে বড় সাদিপুর, বিশেষখানা, লেবুছড়া, দলদার, মুকতিশপুর, ষোলপাড়াসহ আশপাশের ৯ গ্রামে কোন মাদক ব্যবসা, মাদক সেবন, সন্ত্রাসী কর্মকাণ্ড, ইভটিজিংসহ সামাজিক অপরাধ মূলক কাজ বন্ধে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনায় বক্তারা বলেন, বড় সাদিপুর গ্রাম এর উদ্যোক্তা হলেও সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ ও দমনে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার লক্ষ্যে “মোগরাপাড়া শান্তি, শৃঙ্খলা যুব ঐক্য সংঘ” পক্ষ হতে একটি নীতিমালা করে মোগরাপাড়া ইউনিয়নের ৫৬টি গ্রামের গ্রামবাসীর সমন্বয়ে সদস্য সংগ্রহের মাধ্যমে কাজ শুরু করার নির্দেশ দেন বড় সাদিপুর ঈদগাঁহ ও সাদিপুর গ্রাম পঞ্চায়েত কমিটি। 

আলোচনায় সভায় গ্রামবাসী ঐক্যবদ্ধ থাকার অঙ্গিকার করেন এবং তারা এসব অপরাধের বিরুদ্ধে আগামীতে আরও কঠোর পদক্ষেপ নিবেন বলে ঘোষণা দেন।

আলোচনা শেষে সমাজের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও  আলোচনায় সভায় উপস্থিত মধ্যাহ্ন ভোজ করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭