ফিলিস্তানে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফিলিস্তানে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিনিধিঃ
-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

সোমবার (৭ এপ্রিল ) বিকাল ৫টায় উপজেলার  কাচঁপুর ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশাল এলাকাজুড়ে কাঁচপুর ওভার ব্রিজের নিচে অবস্থান নেয় এবং পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া। 

এসময় তিনি বলেন, অনতিবিলম্বে গাজায় মুসলিম নিধন বন্ধ করতে হবে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) কর্তৃক গাজার নিরীহ নারী ও শিশুসহ বেসামরিক মানুষের ওপর অবিরাম হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস এবং ঘরবাড়ি, হাসপাতাল ও স্কুলে পরিকল্পিতভাবে আঘাত হানা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতাবিরোধী আইন লঙ্ঘনের সামিল। নিরীহ মানুষ হত্যা, পরিবার উচ্ছেদ এবং শিশুদের এতিম করে তোলার মতো অমানবিক ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে এসময় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলার আমির আলহাজ্ব মমিনুল হক সরকার, সেক্রেটারি মো. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাইদ মো. মুন্না, সোনারগাঁও উপজেলার উত্তরের আমির মাওলানা ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান, সোনারগাঁও উপজেলার দক্ষিনের আমির মো. মাহবুব মিয়া, সেক্রেটারি মো. আসাদুল ইসলামসহ জেলার ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭