নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা (৪৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে তার পাষন্ড স্বামী।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুলেখা ওই গ্রামের রবমিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০বছর আগে কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে সুলেখা আক্তারের সাথে একই উপজেলার নারান্দী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রব মিয়ার বিয়ে হয়।এরপর এদের সংসারে ৪টি কন্যা সন্তানের জন্মলাভ করে।
রব মিয়া কাপড়ের ব্যবসা করতো,তাদের সংসার ভালো মতোই চলছিল। কয়েক বছর আগে রব মিয়া মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে।
ঘটনার দিন স্বামী—স্ত্রীর তর্কবিতর্কের এক পর্যায়ে হাতে ছুরি নিয়ে ঘরের ভিতরেই সুলেখাকে জবাই করে হত্যা করে রব মিয়া। স্ত্রীকে হত্যা করে হাতে ছুরি নিয়ে বসে থাকে সে।
পরে উত্তেজিত জনতা তাকে আটক করে গনপিটুনি দেয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন , ঘাতক বর মিয়াকে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেন,এ বিষয়ে মামলা প্রক্রিয়াধিন আছে বলেও তিনি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন