বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর সোহান হত্যা মামলার অন্যতম প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত মো. কাজল মিয়া (৫৫), বন্দরের সালেহনগর এলাকার মৃত সামছু উদ্দিন প্রধানের ছেলে। র্যাব-১১, সিপিএসসি কোম্পানি (আদমজীনগর, নারায়ণগঞ্জ) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার (২১ এপ্রিল) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মুন্সিগঞ্জ জেলার সদর থানার মুন্সিগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-১১ এর সিপিএসসি কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সালেহনগর এলাকার হীরা মিয়ার বাড়ির ভাড়াটিয়া দিনমজুর আব্দুস সালাম মিয়ার ছেলে সোহান (১৫)-কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ওইদিন ২১ নম্বর ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকার মোস্তাক মিয়ার ২য় তলা বিল্ডিংয়ের নিচে কাজল মিয়াসহ তার ছেলে রাজ এবং ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো অস্ত্র নিয়ে সোহানের ওপর নৃশংসভাবে হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহান রূপালী আবাসিক এলাকার বাসিন্দা এবং হোসিয়ারি শ্রমিক আব্দুস সালাম মিয়ার ছেলে। সে বন্দরের বিভিন্ন সড়কে যানজট নিরসনের কাজ করত।
এ ঘটনায় নিহতের মা আকলিমা বেগম বাদী হয়ে ১৫ অক্টোবর রাতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন