নিজস্ব প্রতিনিধিঃ--নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় সোমবার সকাল সাড়ে সাতটার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে একটি ব্যানার হাতে দেখা যায়, যাতে লেখা ছিল“শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাঁসবে”।
বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মহাসড়কের একটি অংশে শেষ করে। ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে মাক্স, কালো ও সাদা কাপড় বেঁধে দ্রুত গতিতে একটি মিছিল করে।
এ বিষয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা মিছিলের সত্যতা স্বীকার করেছেন।
এদিকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগের দেশবিরোধী ও উসকানিমূলক মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিলটি কাঁচপুর মোড় এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন