নিজস্ব প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করেছেন তরুণ চিকিৎসক মো. রেদোয়ান অনিক (২৬)।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় নিজ বাড়িতে তার মরদেহ পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রেদোয়ান অনিক তার বোন নাবিলার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করেন। এরপর তিনি অভিমানে বিষপান করেন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।
রেদোয়ান অনিক আশেক আলী ও ফরিদা বেগম দম্পতির একমাত্র ছেলে ছিলেন। তার বাবা জানান, “আমার ছেলে এক মাস যাবৎ মানসিকভাবে ভেঙে পড়েছিল। লেখাপড়ার পাশাপাশি সে চাকরির জন্য অনেক চেষ্টা করেছিল। চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েছিল। অনেক বুঝিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত আর রাখতে পারলাম না।”
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, আত্মহত্যা নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিভাবান এই তরুণ চিকিৎসকের এমন মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন