বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার কান্ড : শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার কান্ড : শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ


নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
- মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের সিনিয়র যুগ্ম-মুখ্য সংগঠক তাকবির আমানের (২৪) বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

৭ এপ্রিল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কালুহাজী রোড এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতাসহ ৪ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ছাত্র নেতা তাকবির আমান ছাড়া অন্য অভিযুক্তরা হলেন তার সহযোগী মিনহাজ (২৫), সৈকত (২৪) ও তানবির (২৪)।

দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী মিজমিজি পাইনাদি রেকতম আলী উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণির ছাত্রী। ওই ছাত্রীকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন তাকবির আমান। এমন ঘটনা পরিবারকে জানালে তারা অভিযুক্তকে সতর্ক করার পাশাপাশি তার অভিভাবকদের জানান। আর ঘটনা জানানোর ক্ষোভে সোমবার বিকেলে বাবা-মায়ের অনুপস্থিতিতে কিশোরীর বাসায় প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে তাকবির আমান।

নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ এমন ঘটনায় বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কোনো ব্যক্তির অপরাধের দায় দায়িত্ব সংগঠন নেবে না। যে ব্যক্তি অপরাধ করবে তাকে বিচারের আওতায় আনা হবে, এটাই আমাদের চাওয়া। আমরা বিষয়টি খোঁজ নিচ্ছি।’

ঘটনার সম্পর্কে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বলেন, এটা প্রেম-সংক্রান্ত ঘটনা বলে জেনেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭