মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের রুপগঞ্জে গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ ও উচ্ছেদ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ডহরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২ টি স্পটে প্রায় ৩ কিলোমিটার এলাকার আনুমানিক আড়াই হাজার অবৈধ আবাসিক বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিভিন্ন ব্যাসের প্রায় এক হাজার ফিট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং করা হয়েছে। সেই সাথে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্তৃপক্ষ।
অভিযানকালে তিতাস গ্যাস রুপসী কর্তৃপক্ষের ব্যবস্থাপক ফায়জুল ইসলান, রায়হান কবির, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, ফরিদ হাসান,মোঃ শাহীন,মাহবুব,দ্বীন ইসলামসহ জেলা ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন