Sunday, August 31, 2025
Google search engine
Homeজাতীয়সন্তানকে অন্য দেশে নয়, এদেশেই মাথা উঁচু করে বাঁচতে শেখান -এসপি

সন্তানকে অন্য দেশে নয়, এদেশেই মাথা উঁচু করে বাঁচতে শেখান -এসপি


নিউজ ডেক্সঃ
-নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, অনেকেই চিন্তা করেন আমি এদেশের আসল নাগরিক কিনা, আমার অন্য দেশে গিয়ে কিছু করা প্রয়োজন কিনা। অনেকে বলেন, ওই পারে গিয়ে রেললাইনের পাশে থাকি এখানে কিছু হবে না। আপনারা আমার দিকেও তাকান, আমি নারায়ণগঞ্জের এসপি। সন্তানকে আমার দিকে তাকাতে বলেন। কবে, কে, কোথায়, মার খেয়েছিল সেই উদারণ টেনে পাশের দেশে আপনার ছেলেকে পাঠিয়েন না। আপনাদের সন্তানকে বাংলাদেশী হিসেবে মাথা উঁচু করে বাঁচতে শিখান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে আমলাপাড়া সার্বজনীন পূজা মন্ডপে শ্যামা পূজোর উপলক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসপি আরও বলেন, এটা দেখে ভালো লাগছে যে ওরা নিজেদের মতো করেই ছবি আঁকছে। সবাই যে প্রথম, দ্বিতীয় হবে বিষয়টা এমন না সকলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড়। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। 

আমি জানি সমাজে অনেক মানুষের অনেক টাকা আছে কিন্তু সেটা খরচ করার মানসিকতা নেই। কথায় বলে, হাতের তালু থেকে জল বের হয় না। প্রবীর দা যে সমাজের জন্য এত আয়োজন করেন সে জন্য মনের অন্তরস্থল থেকে তার প্রতি ধন্যবাদ জানাই। 

আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন , মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস ও নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালসহ আরোও অনেকে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments