Sunday, August 31, 2025
Google search engine
Homeঅপরাধসোনারগাঁয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান,অর্ধলক্ষ টাকা জরিমানা

সোনারগাঁয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান,অর্ধলক্ষ টাকা জরিমানা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন কাঁচা বাজারের অভিযান চালিয়ে ৯টি দোকানকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জ শাখার ‘বিশেষ টাস্কফোর্স’।

গতকাল মঙ্গলবার সকালে সকালে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদের নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সোনারগাঁও, বন্দর, নারায়ণগঞ্জ সদর, কাঁচপুর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত “বিশেষ টাস্কফোর্স” নারায়ণগঞ্জ জেলা কর্তৃক অভিযানে বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অভিযানে বিভিন্ন বাজার তদারকি করে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় আক্তার ষ্টোরকে ৫ হাজার টাকা ও সাজু ষ্টোরকে ৪ হাজার টাকা এবং কাচপুর কাচা বাজারে একই অপরাধে ভাই ভাই এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা ও ফয়সাল ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত অভিযানে বাসি গ্রিল বিক্রয় ও সংরক্ষণের দায়ে এবং অস্বাস্থ্যকর উপায়ে ফ্রিজে খাবার সংরক্ষণের দায়ে ভোজন বিলাস রেষ্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে ।

এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ভুইঘর বাজারে তিন ভাই ষ্টোরকে ৩ হাজার টাকা, শরীয়তপুর ষ্টোরকে ২ হাজার টাকা, আশিক ষ্টোরকে ২ হাজার টাকা, শাহ আলম ষ্টোরকে ২ হাজার টাকা এবং বিসমিল্লাহ খাসির মাংস দোকানকে ২ হাজার টাকাসহ সর্বমোট ১০টি প্রতিষ্ঠানকে ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান শেষে তারা জনস্বার্থে এই অভিযান অব্যাহত রাখার কথা জানান। 

অভিযানে উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ সহকারী পরিচালক মো সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মোঃ ছালাউদ্দিন ভূইয়া এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments