মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে আবারও একই স্থানে এক প্রবাসীর গাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় মুখোশধারী একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশী ধারালো অস্ত্রসহ সড়কে ট্রাক থামিয়ে ব্যারিকেড দিয়ে এ ডাকাতির ঘটনা ঘটায় । এসময় ডাকাতদল প্রবাসীর গ্রীন কার্ড, বৈদেশীক মুদ্রা ইউএস ডলার, ইউরো, ৮ টি মোবাইল, নগদ দেশী টাকাসহ ১০ লক্ষাধীক টাকার মালামাল লুটে নেয়।
ডাকাতদের কবলে পড়া প্রবাসী ও তার সাথে থাকা লোকজন জানান, নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বসন্তীপুর গ্রামের সালেহ আহমেদ মিয়ার ইটালী প্রবাসী গ্রীন কার্ডধারী ছেলে রবিউল (৩০) দীর্ঘ ৭ বছর পর গত মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে তাকে প্রাইভেটকারে নিতে আসেন প্রবাসীর চাচাতো ভাই শাহাবুদ্দিনের ছেলে জুয়েল, মবিউল্লাহর ছেলে নেয়ামত উল্লাহ ও একই গ্রামের আঃ রহমান মিয়ার ছেলে প্রাইভেটকার চালক মিজানসহ ৪ জন। তারা রওয়ানা দিয়ে বুধবার ভোর রাতের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলাধীন মারীখালী ব্রিজ সংলগ্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে মহাসড়কে পৌছলে ১০-১৫ জনের ডাকাতদল একটি ট্রাকে ইটপাটকেল ছুড়ে সড়কে ব্যাড়িকেড দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে ও তাদের প্রাইভেটকারে হামলা করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে বৈদেশীক মুদ্রা ৯ শ’ ইউ এস ডলার, সাড়ে ৩ শ’ ইউরো, একটি আই ফোনসহ ৮ টি দামি মোবাইল, মালামালসহ একটি লাগেজ, ইটালিয়ান গ্রীনকার্ড, ব্যাংক কার্ড, বাংলাদেশী নগদ টাকাসহ ১০ লক্ষাধীক টাকার মালামাল লুটে নিয়ে পালিয়ে যায়।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এম এ বারী বলেন, আমি নতুন এসেছি। আগের তুলনায় ডাকাতি কিছুটা কমেছে। এখনো সব অফিসার থানায় যোগদান করেনি। তবে ডাকাত ধরতে বিশেষ অভিযান চালানো শুরু হয়েছে।
উল্লেখ্য- গত আগস্ট মাসের ৫ তারিখের পর এই একই স্থানে প্রায় প্রতিদিনই ডাকাতির ঘটনা ঘটছে। গত মাসেও নোয়াখালীর বেগমগঞ্জ থানার নরোত্তমপুর গ্রামের মামুন মিয়া প্রবাস থেকে ফেরার সময় ডাকাতদের কবলে পড়েন পাসপোর্টসহ সর্বস্ব হারিয়েছেন।



.jpeg)
