Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধরূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ- ৮

রূপগঞ্জে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ- ৮


নিজস্ব প্রতিনিধিঃ
– নারায়নগঞ্জের রূপগঞ্জে আলোচিত কায়েতপাড়া নাওড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে অন্তত ৮ জন আহত হয়েছেন। 

সোমবার (২৫শে মার্চ) সকালের দিকে হাজীবাড়ির সামনে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন মুক্তার হোসেন (৬০), নুর হোসেন (২৪),আকবর (২৪), তাজেল (৩৬), জয়নাল (৩৫), শামীম (২৫), আরিফ (৯) ও রোমান (২০), এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার সাহা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর (ইনচার্জ) মো. বাচ্চু মিয়া জানান, প্রায় ৮জনের মতো আমাদের এখানে ভর্তি আছে। আমরা আহতদের চিকিৎসা চলমান রেখেছি।তবে তাদের আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাওড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (‘গ’ সার্কেল) আবির হোসেন।

তিনি বলেন, ‘রোববার রাতে উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরই জেরে সকালেও তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে পুলিশ। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, আমরা ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠিয়েছি। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments