Thursday, October 30, 2025
Google search engine
Homeঅন্যান্নসোনারগাঁয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন এমপি খোকা

সোনারগাঁয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেন এমপি খোকা


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় স্থানীয় সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা লিয়াকত হোসেন খোকা সনাতনধর্মী সম্প্রদায়ের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। 

রোববার সন্ধ্যায় উপজেলার ৩৪ টি পূজা মন্ডপের মধ্যে ১৮ টি মন্ডপ তিনি পরিদর্শন করেন। এসময় তিনি প্রতিটি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। 

পরিদর্শনকালে এমপি খোকা বলেন, সনাতনধর্মী সম্প্রদায়ের ধর্মাবলম্বীরা বাংলাদেশের মানুষ, তাদের আলাদা করে দেখার সুযোগ নেই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করেছেন। তার কঠোর নির্দেশনার কারণে প্রত্যেকটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত সচেতনতার সাথে দায়িত্ব পালন করছেন। আমরা জনপ্রতিনিধিরাও সচেতন রয়েছি। 

তিনি বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতা যুদ্ধের সময় সকল ধর্মের বীর পুরুষরা স্বশস্ত্র যুদ্ধে নেমে পরেছিলেন। তখন তাদের মাঝে কোন ধরণের ধর্মীয় ভেদাভেদ ছিলো না। তাই আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুসলমান ও হিন্দুসহ সকল ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করার অধিকার রাখেন। কাজেই এটাই সত্যি যে, ধর্ম যার যার-কিন্তু রাষ্ট্র সবার। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা পার্টি সোনারগাঁ উপজেলার প্রধান উপদেষ্টা,এমপি পত্নী মিসেস ডালিয়া লিয়াকত, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান,সোনারগাঁ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক, সোনারগাঁ উপজেলা মহিলা জাতীয় পার্টির উপদেষ্টা জাহানারা আক্তার, আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার প্রমূখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments