Wednesday, October 29, 2025
Google search engine
Homeজাতীয়জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড.ফজলে রাব্বী মিয়া এমপির মৃত্যুতে ইঞ্জিঃ মাসুমের শোক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড.ফজলে রাব্বী মিয়া এমপির মৃত্যুতে ইঞ্জিঃ মাসুমের শোক


জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এড.ফজলে রাব্বী মিয়া এমপির মৃত্যুতে ইঞ্জিঃ মাসুমের শোক


আজকের সংবাদ ডেস্কঃ- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি আর নেই।

শুক্রবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ডেপুটি স্পিকার এবং বর্ষীয়ান আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

এক শোকবার্তায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, অভিজ্ঞ, বিচক্ষণ এবং নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো। ইঞ্জিনিয়ার মাসুম মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন।

ফজলে রাব্বী মিয়া ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। দশম সংসদ থেকে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments