রূপগঞ্জে গাড়ি চাপায় পথচারী নিহত
মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ
রূপগঞ্জে অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় আবু সাঈদ (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১১ জুলাই) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ যাত্রামুড়া এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি বৃদ্ধ পথচারীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিয়য়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বেনু ঘোষণ দাস বলেন, খবর পেয়ে নিহত পথচারী বৃদ্ধের মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসি। পরে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




