Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধর‌্যাব-১১র অভিযানে ডাকাত চোক্কা রমজান গ্রেফতার

র‌্যাব-১১র অভিযানে ডাকাত চোক্কা রমজান গ্রেফতার

র‌্যাব-১১র অভিযানে ডাকাত চোক্কা রমজান গ্রেফতার 

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের চাষাড়া হতে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চোক্কা রমজান ওরফে রমজান ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গত রোববার বিকালে সদর মডেল থানার চাষাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীর আলীনগর এলাকার মোঃ মমিন উদ্দিনের ছেলে।

র‌্যাব-১১র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ধৃত ব্যক্তি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। গত ২৯/০৭/২০২১ ইং তারিখে উল্লিখিত আসামীসহ এজাহারনামীয় অন্যান্য আসামীরা পরষ্পর যোগসাজশে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার অপরাধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়, যার মামলা নং- ৩৬, তারিখ ২৯/০৭/২০২১ ইং, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড। ধৃত মোঃ রমজান @ চোক্কা রমজান @ রমজান ডাকাত উক্ত মামলার অন্যতম একজন এজাহারনামীয় আসামী।

উল্লেখ্য, এর আগে গত ২২ জানুয়ারি রাতে একই মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত অপর পলাতক আসামী মোঃ রিহান (২৪), পিতা- মোঃ শরীফ’কে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ঘারমোড়া, মদনগঞ্জ এলাকা হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments