Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধপৌর কর্মচারীর বিরুদ্ধে গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগ

পৌর কর্মচারীর বিরুদ্ধে গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগ


নিজস্ব প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার এক কর্মচারীরর বিরুদ্ধে রাতের আধারে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে গাড়ির যন্ত্রাংশ চুরির অভিযোগ উঠেছে। পৌরসভার খন্ডকালীন কর্মচারী (গাড়ি চালক) শ্যামল মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। শুক্রবার রাতের আধারে নৈশ প্রহরী আবুল হোসেনকে ভয়ভীতি দেখিয়ে একটি ময়লা টানার গার্ডেজ পিকআপ ভ্যানের চাকা খুলে নিয়ে যায়। গাড়ির চাকা খুলের নেওয়ার বিষয়টি জানাজানি এলাকায় তোরপাড় শুরু হয়। পরে শনিবার বিকেলে খুলে নেওয়া চাকা ফেরত দিয়ে যায় গাড়ি চালক শ্যামল মিয়া। বিভিন্ন সময়ে পৌরসভার বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ উধাও হয়ে যায় বলে জানিয়েছেন পৌর কর্মচারীরা। এছাড়াও পৌর এলাকার নয়টি ওয়ার্ডে ময়লা আর্বজনা ফেলার ৯টি লোহার তৈরি ডাস্টবিনের হদিস পাওয়া যাচ্ছে না। সেই ডাস্টবিনের রক্ষনাবেক্ষণ গাড়ি চালক শ্যামল মিয়া করে থাকেন বলে পৌরসভার একাধিক কর্মচারী জানিয়েছেন। এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা মো.মাশরেকুল আলম।

জানা যায়, সোনারগাঁ পৌরসভার খাস নগর দিঘিরপাড় গ্রামের আবুল কাশেমের ছেলে মো. শ্যামল মিয়া দীর্ঘ ৮বছর ধরে সোনারগাঁ পৌরসভার ময়লার গাড়ি, পানির গাড়ি, ভেকু, রোড রুলারসহ বিভিন্ন গাড়ি চালক হিসেবে কর্মরত আছেন। সেই গাড়িগুলোর রক্ষনাবেক্ষণের দায়িত্ব তিনিই করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে পৌরসভার গাড়িগুলোর যন্ত্রাংশ উধাও হয়ে যায়। গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে পৌরসভার নৈশ প্রহরী আবুল হোসেনকে ভয়ভীতি দেখিয়ে ময়লার গাড়ি পিকআপ ভ্যানের একটি চাকা খুলে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে পরদিন শনিবার বিকেলে ফেরত দিয়ে যায়।

সোনারগাঁ পৌর এলাকার লাহাপাড়া গ্রামের আমির হোসেন বলেন, পৌরসভার কর্মকর্তাদের যোগসাজসে গাড়িগুলোর যন্ত্রাংশ চুরি হয়। দীর্ঘ সময় ধরে গাড়ির যন্ত্রাংশ চুরি হলেও এ বিষয়ে তারা কোন পদক্ষেপ গ্রহন করেনি। এছাড়াও পৌর এলাকার ময়লা ফেলার ডাস্টবিনগুলো কোথায় গেল? কে নিয়ে গেল?। কারো কোন মাথা ব্যাথা নেই।

আদমপুর গ্রামের ইমরান খাঁন জানান , তার বাড়ির সামনে একটি লোহার ডাস্টবিন ছিল। সেখানে আশপাশের বাড়ির লোকজন ময়লা ফেলতো। এখন সেই লোহার ডাস্টবিন নেই। ডাস্টবিন না থাকায় ময়লাগুলো মাটিতে ফেলে পরিবেশ দূষণ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একাধিক কর্মচারী জানিয়েছেন, বিভিন্ন সময়ে গাড়ির যন্ত্রাংশ গুলো চুরি হয়ে গেলেও কেউ এ বিষয়ে পদক্ষেপ নেয়নি। সর্বশেষ শুক্রবার রাতে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে নৈশ প্রহরির সামনে গাড়ির চাকা খুলে নিয়ে যায়। বিষয়টিও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ধারনা করা হচ্ছে লোহার ডাস্টবিনগুলো কারো যোগসাজসে সে চুরি করতে পারে।

সোনারগাঁ পৌরসভার নৈশ প্রহরী আবুল হোসেন বলেন, রাত পৌনে ১১ টার দিকে গাড়ি চালক শ্যামল গাড়ির চাকা খুলে নিয়ে যায়। পরদিন বিকেলে এলাকার লোকজনের সামনে ফেরত দিয়েছে।

অভিযুক্ত গাড়ি চালক শ্যামল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাড়ির চাকা ঠিক করার জন্য খুলে নেওয়া হয়েছে। তবে খারাপ কোন উদ্দেশ্য ছিল না। সিসি টিভি বন্ধ করার বিষয়ে কোন উত্তর দেননি।

সোনারগাঁ পৌর নির্বাহী কর্মকর্তা মো.মাশরেকুল আলম বলেন, অফিসে এসে চুরির বিয়য়টি জানতে পেরেছি। গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments