Thursday, July 31, 2025
Google search engine
Homeঅপরাধস্বেচ্ছাসেবক দল নেতার কান্ড : হাতকড়াসহ আসামী ছিনতাই

স্বেচ্ছাসেবক দল নেতার কান্ড : হাতকড়াসহ আসামী ছিনতাই


সোনারগাঁ প্রতিনিধিঃ-

নারায়ণগঞ্জের জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খানের বিরুদ্ধে পুলিশের কাছ থেকে হাতকড়া পরানো অবস্থায় এক আসামীকে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের লস্করবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওয়ারেন্টভুক্ত আসামী রিপনকে (২৫) পুলিশ গ্রেপ্তার করলে স্বেচ্ছাসেবক দল নেতা শান্ত খান তার নিয়ন্ত্রিত দলবল নিয়ে পুলিশের উপর হামলা করে থেকে আসামী ছিনিয়ে নেন। আসামী রিপন লস্করবাড়ি এলাকায় আলী হোসেনের পুত্র ।

এ বিষয়ে তালতলা তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিপনকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়। আসামী রিপনকে থানায় নিয়ে আসার পথে স্বেচ্ছাসেবক দলের নেতা শান্ত খান দলবল নিয়ে এসে আসামীকে আমাদের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যান এবং আমাদের ওপর হামলা চালায়।

এমন অভিযোগের বিষয়ে জানতে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শান্ত খানের মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করে নাই।

এমন ঘটনায় জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি সালাউদ্দিন সালুকে একাধিকবার ফোন করলেও তিনি একই ভাবে ফোন ধরন নাই।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম এমন ঘটনায় জানান, এই বিষয়ে এখনো আমি কিছুই জানি না। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments