Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধসোনার বাংলা গড়তে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন: মন্ত্রী গাজী

সোনার বাংলা গড়তে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন: মন্ত্রী গাজী


মোঃ মোয়াশেল ভূঁইয়া:-নারায়ণগঞ্জ: রূপগঞ্জে হাজী নূর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত উদ্বোধন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। শনিবার (১৮সেপ্টেম্বর) বিকালে রূপগঞ্জে বরপা এলাকায় বিদ্যালয়টির নবনির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, “আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে অতীতে কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করছেন। নিরক্ষর মুক্ত সুখী সমৃদ্ধ একটি সোনার বাংলা গড়তে হলে সুশিক্ষিত নাগরিক প্রয়োজন।”

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান জাকারিয়া, হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জওহর লাল ঘোষ, নবকিশলয় উচ্চ বিদ্যালয় এন্ড গার্লস কলে জের অধ্যক্ষ নজিবর রহমান, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, তারাবো পৌরসভা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments