Thursday, July 31, 2025
Google search engine
Homeঅন্যান্নপ্রবাসীর অর্থায়নে মনোহরদীতে ক্বওমী মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্যান ও নলকূপ বিতরণ

প্রবাসীর অর্থায়নে মনোহরদীতে ক্বওমী মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্যান ও নলকূপ বিতরণ


মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
-বৃহস্পতিবার(১ লা মে) নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকান প্রবাসীর অর্থায়নে উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি কাজী শরীফুল ইসলাম শাকিল এবং সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা এর সার্বিক তত্ত্বাবধানে খিদিরপুর ইউনিয়নের সাগরদী ফাইজুল উলূম ক্বওমী মাদ্রাসায় বৈদ্যুতিক ফ্যান বিতরণের মাধ্যমে দিনব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে তিনি সফর সঙ্গীদের নিয়ে উপজেলার চালাকচর ইউনিয়নের তালিমুল উম্মাহ্ নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,আবু হুরাইরা ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা,চালাকচর তারবিয়াতুল উলূম হাফিজিয়া মাদ্রাসা,হাবিজপুর উত্তরপাড়া দারুল উলূম ইসলামীয়া মাদ্রাসা,বাঘবের জামিয়া ইসলামীয়া নূরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা,জামিয়া হুসাইনীয়া হাফিজপুর মাদ্রাসা ও এতিমখানা, বড়চাপা ইউনিয়নের হাজী সুফিয়া সাহাবউদ্দীন মাষ্টার হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসা ও এতিমখানা ও কাঁহেতেরগাঁও আনোয়ারুল উলূম মাদ্রাসা ও এতিমখানা-সমূহে বৈদ্যুতিক ফ্যান,নলকূপ ও শুকনো খাবার বিতরণ করেন। 

উদ্বোধনকালে কাজী শরীফুল ইসলাম শাকিল সাংবাদিকদের জানান,বিভিন্ন সময়ে এতিমখানা ও অসহায়দের কল্যাণে মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এ ধরনের কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্,

এছাড়াও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন,সাগরদী ফাইজুল উলূম মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা,মোহতামিম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম,খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ রাকিবুল ইসলাম। তারা এ ধরনের মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মনোহরদী উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

এ সময় মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, খন্দকার সেলিম রেজা,ধর্ম বিষয়ক সম্পাদক,মাওঃমোহাম্মদ এমরুল ইসলাম-সহ উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য ইব্রাহিম খলিল,মোহাম্মদ জাকির হোসেন, মো.সুমন মিয়া-সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments