Wednesday, October 29, 2025
Google search engine
Homeজাতীয়মানুষ হত্যা হয়েছে, মামলা তো হবেই: রূপগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষ হত্যা হয়েছে, মামলা তো হবেই: রূপগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষ হত্যা হয়েছে, মামলা তো হবেই: রূপগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী


মোঃ মোয়াশেল ভূঁইয়া:-নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুড কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন নিহতের ঘটনাকে ‘মানুষ হত্যা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান৷ তিনি বলেন, এই ঘটনায় তদন্ত শেষে আইন অনুযায়ী বিচার হবে৷ এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় কারখানার মালিকসহ আটজনকে আটক করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী৷

শনিবার (১০ জুলাই) দুপুরে ঘটনাস্থলে পকিদর্শনে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘একটা দুর্ঘটনা হয়েছে, একটা হত্যা হয়েছে অনেকগুলো মানুষ মারা গেছে মামলাতো হবেই। মামলা হবে তদন্ত হবে, যারা দোষী, যারা সামান্যতম এর সাথে দোষী বা দায়ী করা হবে তাদের বিচার হবে৷’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মালিকসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আমাদের পুলিশ বাহিনী মনে করেন তাদের হয়তো সংশ্লিষ্টতা থাকতে পারে। সেই জন্যই তারা ৮ জনকে আটক করেছে।’

তিনি আরও বলেন, ‘একসঙ্গে এতজন লোকের প্রাণহানিতে সারাদেশে স্ববিরতা বিরাজ করছে। দেখলাম প্রথম তিনজন পরবর্তীতে ৪৯ জনের মৃতদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিস কিছু জীবিত ব্যক্তিদের উদ্ধার করেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাসেম ফুড ফ্যাক্টরির কতজন লোক এখানে কাজ করছিল সেটা তদন্তে বের হয়ে আসবে। ডিসি ও মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি করা হয়েছে। এই সব কিছুর পরেই আমরা বলতে পারবো এখানে কেন এই ঘটনা ঘটেছে। যাই ঘটুক তা অত্যন্ত হৃদয় বিদারক ও দুঃখজনক ঘটনা ঘটেছে। যারা ইন্তেকাল করেছে তাদের রূহের মাগফেরাত কামনা করছি।’

তিনি বলেন, ‘যে কয়জন হাসপাতালে জীবিত আছে আমরা মনে করি তারা সুস্থ হয়ে ফিরে আসবেন৷ আত্মীয়-স্বজনকে যেন আল্লাহ শোক সহ্য করতে দেয় এই কামনা করি। সরকারিভাবে যে সহযোগিতা ডিসি তাৎক্ষনিকভাবে করেছেন এবং তাদের দুঃখ লাঘবের জন্য যা যা করা দরকার আরও করা হবে।’

তদন্তের শেষে আইন অনুযায়ী বিচার হবে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, ‘প্রথম কথা দেখুন আমাদের ফায়ার সার্ভিস, পুলিশ, ইউএনও, ডিসি তাৎক্ষনিকভাবে তারা আসছেন। এসে তারা জীবিত উদ্ধারও করেছেন। তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে আগুন নিয়ন্ত্রণ করতে। আমি প্রথমেই বলেছি কারও যদি কোন ত্রুটি থাকে, নির্মাণ ত্রুটি থাকতে পারে, শ্রমিকদের পরিচালনার ত্রুটি থাকতে পারে সব কিছুই থাকতে পারে। এইগুলো তদন্তের আগে আমরা কিছুই বলছি না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments