Wednesday, October 29, 2025
Google search engine
Homeঅপরাধআগুন নেভাতে দেরি, ক্ষুব্দ স্বজনদের ভাঙচুর

আগুন নেভাতে দেরি, ক্ষুব্দ স্বজনদের ভাঙচুর

আগুন নেভাতে দেরি, ক্ষুব্দ স্বজনদের ভাঙচুর


মোঃ মোয়াশেল ভূঁইয়াঃ-রূপগঞ্জে সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে কারখানার ভেতর আটকে পড়া নিখোঁজ শ্রমিকদের ক্ষুব্দ স্বজনরা ভাঙচুর চালিয়েছে৷ তাদের অভিযোগ, আগুন নেভাতে দেরি করছে ফায়ার সার্ভিস৷ তাদের কার্যক্রমে গাফিলতি রয়েছে৷ অন্যদিকে প্রশাসনিক কর্মকর্তারাও তথ্য গোপন করছে বলে অভিযোগ ক্ষুব্দ স্বজনদের৷

শুক্রবার (৯ জুলাই) ১১টার দিকে কারখানা ও আশেপাশের সড়কে ভাঙচুর চালায় ক্ষুব্দ স্বজনরা৷ তারা স্থানীয় একটি আনসার ক্যাম্পেও হামলা চালায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ৷ এই ঘটনায় আনসার সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন৷ আগের রাতেও মহাসড়কে ভাঙচুর চালান ক্ষুব্দ স্বজনরা৷

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জের ভুলতা কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সেজান জুস কারখানা ভবনের নিচতলায় আগুন লাগে৷ মুহুর্তেই আগুন ভবনের অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে৷ আতঙ্কে শ্রমিকরা ভবনের ছাদে জড়ো হন৷ ছাদসহ বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন অনেকে৷ এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর রয়েছে৷

শুক্রবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন জ্বলছিল৷ কারখানাটির পঞ্চম তলার একপাশে সেমাই, সেমাই ভাজার তেল, পলিথিন; অপর পাশে কারখানার গুদাম বলে শ্রমিকেরা জানিয়েছেন। কারখানার ষষ্ঠ তলায় কার্টনের গুদাম বলে জানা গেছে। টানা ১৮ ঘন্টা ধরে আগুন জ্বলতে থাকায় ছয়তলা ভবনটিতে ফাটল দেখা দেয়৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল্লা আল আরেফীন বলেন, কারখানাটির ভেতরে বিভিন্ন রাসায়নিকসহ দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে। ভবনটিতে ফাটল ধরায় আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হয়েছে৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments