Wednesday, July 30, 2025
Google search engine
Homeঅপরাধরূপগঞ্জের পূর্বাচলে লাশ আতঙ্ক!

রূপগঞ্জের পূর্বাচলে লাশ আতঙ্ক!


নিজাম উদ্দিন আহমেদঃ
– নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকা ইদানিং ঘুরতে আসা মানুষের মনে লাশের আতঙ্ক দেখা দিয়েছে। এখানে প্রায় প্রতিদিন মিলছে লাশের দৃশ্য। এলাকাবাসীর মনে একটাই ভয় সকালে না যেন দেখা মেলে কারো লাশ। এমন মন্তব্য করেন পুর্বাচল ৫ নম্বর সেক্টরের এক বাসিন্দা।

জানা যায় এই রূপগঞ্জের পূর্বাচল এলাকায় প্রতিনিয়তই পাওয়া যাচ্ছে লাশ আর লাশ, এরমধ্যে বেশিরভাগ পাওয়া যায় যুবক যুবতীর। 

পূর্বাচলের বাসিন্দা সোহেল রানা বলেন, আমাদের পূর্বাচল এলাকায় প্রায় প্রতিদিনই ভোর হলেই  কোন না কোন সেক্টরে মিলছে লাশের সন্ধান। এর মধ্যে কেউ রিকশাচালক, কেউবা অটো চালক, আবার কখনো কখনো যুবক যুবতীর লাশ, আবার অনেক সময় উদ্ধার হচ্ছে কোন ব্যবসায়ীর লাশ। তিনি আরো বলেন পূর্বাচল ৩০০ ফিট এলাকাটি  নান্দনিক হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে শতশত যুবক-যুবতী, প্রেমিক প্রেমিকা নিরাপদে সময় কাটাতে এখানে আসেন। আবার কেউ কেউ আসে ডেটিং করতে। তবে ঢাকার আশপাশের এলাকা থেকে প্রতিনিয়ত বেশিরভাগ যুবক যুবতীদের এখানে আনাগোনা দেখতে পাওয়া যায়।আর ঘুরতে আসা যুবক যুবতীদের মধ্য থেকে অনেকেই বাড়িতে ফিরেন লাশ হয়ে। আবার অনেকের পরিচয়ও পাওয়া যায়না।

৬ জানুয়ারি সোমবার পূর্বাচল পাঁচ নাম্বার সেক্টর অজ্ঞাতনামা এক যুবতীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়।  এছাড়াও ১৭ই ডিসেম্বর এক প্রেমিক ও প্রেমিকার লাশ পুলিশ উদ্ধার করে পূর্বাচল এলাকা থেকে। জানা যায় ২/১ দিন পর পরই লাশের সন্ধান মিলে এই পূর্বাচলে। এই এলাকায় পুলিশ না থাকার কারণে হরহামেশে এই ধরনের মৃতুর ঘটনা ঘটে যাচ্ছে বলে মনে করেন সচেতন মহল।

এলাকাবাসী বলেন পুর্বাচলে মৃত্যুসহ অপরাধ দমনে অতিসত্বর এই এলাকায় একটি থানা বা ফাঁড়ি বসিয়ে আইনশৃখলা বৃদ্ধি করলে মৃত্যুসহ অপরাধ দমন করা সম্ভব হবে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments